রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৪২) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
দুপুরে গুলিস্তান বাস স্টেশন নারায়ণগঞ্জ রোডের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
মিজানুর নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আবুল খায়েরের ছেলে। বর্তমানে সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন।
নিহতের ছোট ভাই মাইনুউদ্দিন জানান, তার ভাই নিউ মার্কেট এলাকায় নুর ম্যানশন মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। তাদের বাসা সাদ্দাম এলাকায়।
তিনি জানান, ভাই মিজানুর দুপুর ১২টার দিকে ইনকাম ট্যাক্সের কাজের জন্য গুলিস্তানে এক আইনজীবীর কাছে যাচ্ছিলেন। পরে সংবাদ পান তিনি বাসে অচেতন অবস্থায় পড়ে আছেন। এরপর ওই পরিবহনের লোকজনের সহযোগিতায় নিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে জরুরি বিভাগে তার পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ