যশোর সদর উপজেলায় ৬৬৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ আফসার আলী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার রাজারহাট বাসস্ট্যান্ড থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
আটক আফসার আলী (৩৫) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার রাজারহাট বাসস্ট্যান্ড থেকে ৬৬৩ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ৯৭ লাখ ৫৪ হাজার টাকা।
বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় মামলা দায়ের এবং আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। সূ্ত্র: বাসস
বিডি প্রতিদিন/নাজিম