এক মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় কক্সবাজারে তারিকুল ইসলাম নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১) আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন। তারিকুল ইসলাম মামলার একমাত্র আসামি। তিনি কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের ১০ মার্চ সকাল সোয়া আটটার দিকে শহরের হিলটপ সার্কিট হাউস সড়কে হাঁটার সময় এক মার্কিন নারীকে পেছন থেকে জড়িয়ে ধরেন তারিকুল ইসলাম। এ সময় হইচই-চিৎকার শুরু হলে তারিকুল পালিয়ে যান। ওই দিন মার্কিন নারী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মার্কিন নারীর স্বামী কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। সেই সুবাদে শহরের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করে আসছিলেন। মামলার তদন্ত শেষে ৪৮ ঘণ্টার মধ্যেই আদালতে অভিযোগপত্র দেয় করে পুলিশ। এর আগে ঘটনার দিনই অভিযান চালিয়ে অভিযুক্ত তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান জানান, আসামি তারিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পেশায় রাজমিস্ত্রির সহকারী তারিকুল ২০২২ সালের ১৩ নভেম্বর পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কয়েক মাস কারাগারে ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ