মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার মাত্র পাঁচ মাস পর নাসা থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ মহাকাশচারী বুচ উইলমোর।
বুচ উইলমোর ও সহকর্মী সুনীতা উইলিয়ামস বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের প্রথম মানবচালিত উড্ডয়ন পরিচালনা করেছিলেন। মিশনটি বিশ্বজুড়ে আলোচিত হলেও যাত্রাপথে মহাকাশযানটি একাধিক প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে।
প্রাথমিক পরিকল্পনা ছিল আট দিন মহাকাশে থাকা। কিন্তু সমস্যার সমাধান ও যানের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ফেরার সময় পিছিয়ে যায়। পরে নাসা সিদ্ধান্ত নেয় যে স্টারলাইনারে তাদের ফেরানো ঝুঁকিপূর্ণ এবং তাদের স্পেসএক্সের ক্রু-৯ মিশনে অন্তর্ভুক্ত করে। ফলে উইলমোর ও উইলিয়ামস মহাকাশে আরও কয়েক মাস অবস্থান করেন ও চলতি বছরের মার্চে পৃথিবীতে ফেরেন।
উইলমোর ২০০০ সালে নাসায় যোগ দেন এবং ২৫ বছরের ক্যারিয়ারে তিনটি মহাকাশ মিশনে অংশ নেন। এর মধ্যে রয়েছে- স্পেস শাটল আটলান্টিসে যাত্রা ও রুশ সয়ুজ মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ। তিনি একজন সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও পরীক্ষামূলক পাইলট যিনি ২১টি যুদ্ধ মিশনে অংশ নিয়েছেন।
যদিও উইলমোর মার্চে ফিরে এসে জানিয়েছিলেন যে সুযোগ পেলে আবারও বোয়িং স্টারলাইনারে চড়তে চান। তবে হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকের মতে- দীর্ঘ মিশন ও মহাকাশে অতিরিক্ত সময় থাকার পর নাসার কার্যক্রম নিয়ে তার অসন্তোষ থাকতে পারে।
সূত্র- এপি নিউজ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ