বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।
শনিবার ময়মনসিংহের ফুলপুর সদর উপজেলার আমুয়াকান্দা বাজারে এসব কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এ সময় সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশে মোতাহার হোসেন তালুকদার বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেল, উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত