স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক অনুশীলনভিত্তিক সংগঠন ‘এসো হাসি হাঁটি সুস্থ থাকি’ দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। শনিবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
দিনটি উপলক্ষে সকালে সংগঠনের সদস্যরা একসঙ্গে শারীরিক ব্যায়াম ও ফিটনেস অনুশীলনে অংশ নেন। পরে পলিটেকনিক মাঠ থেকে একটি বর্ণাঢ্য বাইক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়।
সংগঠনটি প্রতি মাসের শেষ শুক্রবার সদস্যদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস, ওজন ও রক্তচাপ পরিমাপের ব্যবস্থা করে থাকে।
সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “শারীরিকভাবে সুস্থ থাকতে নিয়মিত হাঁটা ও ব্যায়ামের বিকল্প নেই। আমাদের সংগঠন মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে কাজ করছে।”
সংগঠনের কোচ কাজী মোহাম্মদ শাহিন বলেন, “আমরা চাই প্রতিটি নাগরিক স্বাস্থ্যসচেতন হোক। নিয়মিত ব্যায়াম ও অনুশীলনের মাধ্যমে একটি প্রাণবন্ত সমাজ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
কয়েকজন সদস্য জানান, সংগঠনের মূল লক্ষ্য হলো দিনাজপুরের মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত অনুশীলনের সঙ্গে সম্পৃক্ত করা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি মানুষ এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হবেন।
বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৩৫ জন। যেকোনো বয়সের মানুষ এতে যুক্ত হয়ে স্বাস্থ্য সচেতনতার এই উদ্যোগের অংশ নিতে পারেন।
বিডি প্রতিদিন/হিমেল