‘নদীভাঙনে আর ঠিকানা বদল করতে চাই না, নদীভাঙন থেকে বাঁচতে চাই’- এ স্লোগানকে সামনে রেখে পার্বত্য মন্ত্রণালয়ের মতো ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের দুধকুমার নদের তীরবর্তী টেপারকুটিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চরাঞ্চলের সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু ও ডা. রকিবুল হাসান বাঁধনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘দেশের ৬৪ জেলার মধ্যে ৩২ জেলায় প্রায় ১০০টি বড় চর রয়েছে, যেখানে প্রায় ২ কোটি মানুষ বসবাস করে। এই বিশাল জনগোষ্ঠী বারবার নদীভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি হারাচ্ছে। চরবাসীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক দারিদ্র্য বিমোচন সম্ভব নয়।’
তারা আরও বলেন, ‘চরের মানুষের জীবনমান উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠন সময়ের দাবি। যেমন পার্বত্য এলাকার জন্য পার্বত্য মন্ত্রণালয় রয়েছে, তেমনই চরবাসীর জন্য চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে।’
বক্তারা দ্রুত এই দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ