হবিগঞ্জের চুনারুঘাটে ড্রাগন ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সৌদি আরব প্রবাসী মো. জহুর হোসেন। চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকায় চার বছর আগে ৫২ লাখ টাকা ব্যয়ে ২৫২ শতক জায়গায় ড্রাগন বাগান গড়ে তোলেন তিনি। রোপণ করা হয় প্রায় সাড়ে সাত হাজার ড্রাগনের চারা। এখন প্রতিটি গাছেই ঝুলছে ড্রাগন ফল। এ বাগানের উৎপাদিত ড্রাগন ফল জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বড় ধরনের লাভের আশা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগে জহুর হোসেন নিজেও যেমন উপকৃত হবেন, সঙ্গে এলাকাবাসীও। তাকে দেখে অনেকেই এখন ড্রাগন ফল চাষে প্রস্তুতি নিচ্ছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার মানিকভান্ডারের পাহাড়ি এলাকায় সারি সারিভাবে লাগানো ড্রাগন ফলের চারা। আর এসব চারায় ঝুলে আছে পাকা আধা পাকা সব ড্রাগন ফল। ২০২১ সালে ড্রাগন বাগানটি গড়ে তোলেন জহুর হোসেন। স্থানীয়রা বলছেন, এমন ড্রাগন বাগান এলাকার সবাইকে চমকে দিয়েছে। জহুর হোসেন এখন সবার অনুপ্রেরণা। তার এমন সাফল্য দেখে গ্রামের অনেক বেকার যুবক ড্রাগন ফল চাষ করতে প্রস্তুতি নিচ্ছে। তারা বলেন, এমনিতেই ড্রাগন ফলের সঙ্গে আমাদের এলাকার মানুষ এতটা পরিচিত না। কিন্তু এখন নিজ এলাকায় এই ফলের এমন বাম্পার ফলন দেখে এটা চাষে আগ্রহ বাড়ছে সবার। জহুর হোসেনের বাগানে ড্রাগন ছাড়াও বিভিন্ন প্রজাতির ফলমূল চাষ করা হচ্ছে। ড্রাগন বাগানের ম্যানেজার আবদুল আহাদ জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উৎপাদন হবে ২৫ থেকে ৩০ টন ড্রাগন ফল। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আক্তারুজ্জামান জানান, জহুর হোসেনের ড্রাগন বাগানে সেচ সুবিধার জন্য সৌরচালিত সেচ ব্যবস্থা প্রদান করা হয়েছে। পাশাপাশি এ ধরনের বাগান তৈরিতে লোকজনকে উৎসাহিত করা হচ্ছে।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার