এক কাপ চা তে সবাই মুগ্ধ। করোনার সময় শুরু হয় এই জামাই টি-স্টল। এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ জামাই টি-স্টলের এক কাপ চা খেতে ছুটে আসেন। জামাই টি-স্টলের মালিক সাইদুর রহমান। এখন দুই শিফটে তার দোকানে ১২ জন কর্মচারী কাজ করেন। সব খরচ বাদ দিয়ে মাসে ৫০ হাজার টাকার বেশি আয় করেন সাইদুর রহমান। দিনাজপুর শহরের থানার সামনে তার এই চা-দোকানটি। সাইদুর রহমান আগে অন্যের দোকানে কাজ করতেন। তখন তাকে জামাই বলেই সবাই ডাকত। পরে যখন নিজে দোকান দিলেন, এই নামেই তার দোকানটি পরিচিত হয়ে ওঠে। কেউ দিনাজপুর বেড়াতে এলে এখানে এক কাপ চা খেতে ভোলেন না। বিকালের পর থেকে এখানে চা পিপাসুদের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন দামের চা রয়েছে তার দোকানে। তবে জনপ্রিয় মালাই চা।
এর ক্রেতা বেশি। ২০ টাকা থেকে শুরু এবং ৭০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের চা রয়েছে তার দোকানে। চা-স্টলের কর্মচারী সোহেল জানান, ‘আমরা ১২ জন কর্মচারী দুই শিফটে কাজ করি। এখানে কাজ করে যে আয় হয় সেটা দিয়েই আমাদের সংসার চলে।’ সাইদুর রহমান বলেন, ‘আমি অন্যের দোকানে কাজ করতাম। মানুষের দেওয়া নামেই পরিচিত জামাই হিসেবে। পরে নিজে এই টি-স্টল দিলে নাম রাখি ‘জামাই টি-স্টল’। কর্মচারী ১২ জন, আমি আর আমার ছেলে এই স্টলটি দুই শিফটে চালাই। কর্মচারীদের প্রতিদিনই হাজিরা দেওয়া হয়। প্রতিদিন একেজনকে ২০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। মাস শেষে কর্মচারীদের মজুরি ও অন্যান্য খরচ বাদ দিয়ে ৫০ হাজার টাকারও বেশি আয় হয় আমার।’