জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ার আদালতে দুই প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দেশটির পুলিশ। গতকাল মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দুই বাংলাদেশির মধ্যে মো. মামুন আলীর বয়স ৩১ বছর এবং রেফাত বিশাতের বয়স ২৭ বছর। শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়। মামুনের বিরুদ্ধে ‘সাইফুল্লাহ আলম’ নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আইএসকে সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ার দণ্ডবিধি অনুযায়ী, এ অভিযোগ প্রমাণ হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের জেল, সঙ্গে জরিমানা হতে পারে। অন্য মামলায় রেফাতের মোবাইল ফোনে আইএসের পতাকার একটি ছবি পাওয়ার অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ার আইনে এ অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে।
এদিকে শুনানির সুবিধার জন্য একজন দোভাষী নিযুক্ত করার আদেশ দিয়েছে মালয়েশিয়ার সেশনস কোর্ট। আগামী ১২ সেপ্টেম্বর আবারও মামলাগুলো আদালতে উঠবে। মামুন আলীর মামলায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত দুইজনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।