রাজবাড়ী গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৯ কেজি ওজনের একটি চিতল মাছ বিক্রি হয়েছে ১৯ হাজার ৮০০ টাকায়। গতকাল সকালে উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রি করেন ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
জানা গেছে, জেলে জাহিদ হালদার সঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার রাতে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। গতকাল ভোরে জাল তুলে চিতল মাছটি জালে আটকা পড়তে দেখেন। সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘জাহিদ হালদার মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে এলে নিলামে প্রতি কেজি ২১০০ টাকা দরে ১৮ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নিই। পরে মাছটি বিক্রির জন্য ফেসবুকে পোস্ট করা হলে লন্ডন থেকে এক প্রবাসী ১৯ হাজার ৮০০ টাকায় কিনে নেন।’