কৃষক শামসুল শেখের ছেলে রাহুল। থাকেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বার মল্লিকা গ্রামে। স্থানীয় বেণীমাধব বিপিণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সে। মাত্র চার দিনে তৈরি করেছেন উড়োজাহাজ। উড়িয়েছেন আকাশেও। রিমোট কন্ট্রোল দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায়। প্রতিদিন তার তৈরি উড়োজাহাজ দেখতে ভিড় করছেন অনেকে। রাহুলের উড়োজাহাজ আকাশে উড়ে সবাইকে বিস্মিত করেছে। রাহুল বলেন, ‘আমার স্বপ্ন বড় বিজ্ঞানী হওয়ার। দরিদ্রতার মাঝে থেকেও চেষ্টা করেছি বিমান তৈরি করতে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ মডেলের একটি ছোট আকারের উড়োজাহাজ তৈরি করেছি। এটি সফলভাবে আকাশে উড়াতে পেরে আমি আনন্দিত। এটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা।’ সোলার মোটর, ব্যাটারি দিয়ে বিমানের আকৃতি তৈরি করা হয়। এরপর রিমোট কন্ট্রোলসহ বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে বিমানটি তৈরি করা হয়। তিনি বলেন, ‘ইউটিউব থেকে শেখা জ্ঞান আর ধৈর্য নিয়ে কাজ শেষ করেছি। প্রথম মডেলটি ওজনে অনেক ভারী হওয়ায় সেটি উড়াতে ব্যর্থ হই। কিন্তু আমি হাল ছাড়িনি। টানা চার দিনের পরিশ্রম শেষে সফলভাবে আকাশে উড়াতে পেরেছি বিমানটি।’ ৩০ মিনিটের মতো আকাশে উড়তে পারে এই উড়োজাহাজটি। রাহুলের বাবা শামসুল শেখ বলেন, ‘আমি কৃষিকাজ করে সংসার চালাই। ফ্যান, লাইট, মোটরসহ বিভিন্ন ইলেকট্রিক জিনিস তৈরিতে আমার ছেলের বেশ আগ্রহ। সে একটি বিমান তৈরি করেছে। আমি তাকে পড়ালেখা করাতে চেষ্টা করছি। নতুন কিছু তৈরিতে আমি যতটুক পারি তাকে সহায়তা করছি। রাহুলের তৈরি বিমান দেখতে প্রতিদিন বাড়িতে মানুষ ভিড় করছে।’ বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বিভিন্ন আয়োজন হয়। সেসব মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসে। সেখান থেকে শিক্ষার্থীরা আগ্রহ পেয়ে থাকে। রাহুলের উড়োজাহাজ অনেকের নজর কেড়েছে। সে যেন পড়ালেখা করে আগামীতে দেশের কাজে মেধা ও শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিতে পারে সেই পরামর্শ দিয়েছি।’ রামদিয়া বেণীমাধব বিপিণচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুজ্জামান বলেন, ‘রাহুল আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। উড়োজাহাজ তৈরি করে সে সবাইকে বিস্মিত করেছে।’
শিরোনাম
- বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়া
- বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ
- জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
- ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি : তারেক রহমান
- ‘যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে’
- 'ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে'
- ‘ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান’
- সাবেক এমপি মমতাজের পিএসসহ মানিকগঞ্জে গ্রেফতার ৬
- ভিসা সংস্কারের ঘোষণা দিল কুয়েত
- দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- পাকিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত
- আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭
- খালেদা জিয়া আধিপত্যবাদের কাছে মাথা নত করেননি : প্রিন্স
- বালু ও মাটির নিচে সাদাপাথরের খনি
- আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে যা বললেন জেলেনেস্কি
- শেখ মুজিবের পোষ্টার লাগাতে গিয়ে গণপিটুনি খেল ৪ ছাত্রলীগকর্মী
- পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫
- রাশিয়ার ‘আলাস্কা’ যেভাবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়েছিল?
- শেবাচিম ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অনশন নিষিদ্ধ
স্কুলছাত্রের তৈরি উড়োজাহাজ উড়ল আকাশে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ মডেলে একটি ছোট আকারের উড়োজাহাজ তৈরি করেছে স্কুলছাত্র রাহুল। এটি আকাশে উড়ছেও। তৈরিতে খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা...
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর