চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে আগুনে ঘরবাড়ি পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া পাঁচ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু। আর্থিক সহায়তাপ্রাপ্তরা হলেন উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আবছার, নুরুল ইসলাম, নুরুল হাকিম, ইয়ার মাহমুদ ও ফৌজুল আজিম। আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারেক রহমানকে ধন্যবাদ জানান। এর আগে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে বিএনপি নেতা সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, ‘হাবিলাসদ্বীপ ইউনিয়নে আগুনে পুড়ে পাঁচটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।’
এ সময় উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক, পটিয়া উপজেলা বিএনপি নেতা মো. ফরিদুল আলম, মনছুর শরীফ, বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার রেজাউল হায়াত খান আবির, জেলা যুবদলের যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম খোকন, শাহজাহান সাজু, তসলিম উদ্দিন, জেলা ছাত্রদল নেতা তারেক রহমান, যুবদল নেতা গাজী শওকত, আবদুল মোমিন টিটু প্রমুখ।