বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণায় দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক অঙ্গনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নির্বাচিত সরকার ছাড়া আধুনিক যুগে কোনো রাষ্ট্র তার সঠিক পথ খুঁজে পায় না। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের শঙ্কা কাটবে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মাওলানা আশরাফুল হক আরও বলেন, নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিরতা কমে আসবে। স্বাভাবিক অবস্থায় ফিরবে জনজীবন। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, একটি গোষ্ঠী নিজেদের দলের এবং ব্যক্তিগত ক্ষুদ্রতম স্বার্থে নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছে বলে মনে হচ্ছে। তারা পিআর, সংস্কারসহ নতুন নতুন অজুহাত তুলে নির্বাচনে বাধা তৈরির চেষ্টায় আছে। কিন্তু দেশের জনগণ এসব ঠুনকো অজুহাত মানতে প্রস্তুত নয়। জনগণ চাতক পাখির মতো নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনিক যা যা করার দরকার, তা দ্রুত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যারা সরকার ঘোষিত সময়ে নির্বাচন চায় না, তারাই কিন্তু নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য দেশে পরিকল্পিতভাবে সহিংসতা ও অস্থিরতা সৃষ্টি করবে। এজন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি সতর্ক অবস্থানে থাকার দাবি জানান।