নিজের মেধা ও উদ্যমী শক্তিকে কাজে লাগিয়ে শ্রমিক থেকে একজন সফল ফ্রিল্যান্সার হয়ে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তরুণ যুবক সামিউল ইসলাম। এখন তিনি অন্যদের কর্মসংস্থানের পথ দেখাচ্ছেন।
এমন উদাহরণ গড়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউপির মোল্লাপাড়া গ্রামের সামিউল ইসলাম। সামিউল ইসলাম পরিবারের দারিদ্র্যতার কারণে এইচএসসি পাসের পর আর এগোতে পারেননি। তখন ব্রয়লার মুরগি ফার্মের একজন শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। শ্রমিকের কাজ করে কোনো মতে চলত তার জীবন। এরপর নিজের ভাগ্য পরিবর্তনে একটি অ্যান্ড্রয়েড ফোন ও কিস্তিতে নেওয়া কম্পিউটার দিয়ে শুরু ্সফল ফ্রিল্যান্সার হতে। সাত বছরের ব্যবধানে এখন তার মাসে আয় ৪ থেকে ৫ লাখ টাকা। গড়ে তুলেছেন রেজকোড বিডি নামে নিজস্ব প্রতিষ্ঠান। তার কাছে প্রশিক্ষণ নিয়ে অনেকে এখন স্বাবলম্বী। সফল ফ্রিল্যান্সার সামিউল ইসলাম বলেন, আমি ২০১৭ সালে স্থানীয় এক ব্রয়লার মুরগি ফার্মের একজন শ্রমিক ছিলাম।
সেখানে বেতন ছিল ছয় হাজার টাকা। এই বেতন দিয়ে আমার পরিবারের অভাব ও অনটন দূর হতো না। তখন আমি ব্রয়লার মুরগি ফার্মের কাজ করার ফাঁকে ফাঁকে ইউটিউবে অনেক কাজ শেখার চেষ্টা করি। কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে ফ্রিল্যান্সিং বিষয়ে পড়েছিলাম তখন থেকে ইচ্ছা ছিল অনলাইনে কাজ করার। সামিউল আরও বলেন, আমি ২০১৮ সালে টেক্সটাইল মিলে কাজ করার জন্য ঢাকায় যাই। সেই চাকরির বেতন দিয়ে আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ নিই। কাজ শেখার পর একটা কম্পিউটার দরকার হয়ে পড়ে কিন্তু কেনার মতো টাকা আমার কাছে ছিল না। পড়ে বাবাকে বলি কম্পিউটারের কথা। তখন বাবা এনজিও থেকে লোন নিয়ে আমাকে কম্পিউটার কেনার জন্য টাকা দেন। সেই থেকে শুরু। সামিউল বলেন, আমার ২০১৮ সালে ফাইভারে প্রথম কাজ ছিল পাঁচ ডলারে। কাজটি ভালোভাবে শেষ করে সেই ক্লায়েন্টের ফাইভ স্টার রিভিউ পাই। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নতুনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রেজকোড বিডি নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। এখানে নতুনরা প্রশিক্ষণ নিতে পারবেন।