আপনার চুলের ভাঁজে যে জবা দেখা যায়
তা আসলে জবা নয়। জবাদের আমি চিনি, ওরা গাঢ় লাল
পাহাড়ে যে ফুল ফোটে শ্যামবর্ণে উজ্জ্বল আভায়
তা লোকসমাজে নামহীন।
কাঁটাছাড়া নরম স্নিগ্ধ : সে ফুলের নাম অরুণিমা নকরেক।
সরলা এক আদিবাসী ফুলের নাম।
হাসছেন? মশকারি করছি? এ্যাঁহ না। আমাকে চেনেন?
আমি একজন ফুলচাষী। সিজনাল না, বারোমাসি।