রাতের রেসিপি
দারা মাহমুদ
বিগত আশির দশকের প্রতিনিধিত্বশীল কবি দারা মাহমুদ। প্রথম দিকে প্রচলিত ধারায় লিখে পাঠকপ্রিয়তা পেলেও নব্বইর শুরু থেকেই তার কবিতার ভাব-ভাবনা ও প্রকরণ-সৌষ্ঠব পাল্টে যায়। সেই থেকে এ বদল পর্যায়ক্রমে প্রবহমান। প্রায় দেড় দশক ধরে লিখছেন ছোট কবিতা। তার ভাবনা- আজকের গতিময় সময়ে, ছোট করে বড় কাজটা করাই কাম্য। তারই প্রতিফলন দারার ‘রাতের রেসিপি’ জুড়ে। এ প্রসঙ্গে বইয়ের ফ্ল্যাপে পশ্চিমবঙ্গের কবি শান্তিময় মুখোপাধ্যায়ের চুম্বক-লেখাটা উদ্ধৃত করা যায়।
তার বর্ণনায়- “রক্ত-মাংস, মেদ-মজ্জা আর বোধ-উপমিত হতে হতে যখন আস্ত একটা জীবন গড়ে তোলে, শহরের কেতাদুরস্ত শীতাতপ থেকে এক ফালি মেঘ উড়ে গিয়ে পড়ে আরশিপাড়ায়। চেতনার হুক খুলে কবি তা দেখেন। তার রেটিনা সম্পাতের রিফ্লেক্স বিচ্ছুরিত হতে থাকে বহুরৈখিক ইজেলে। আমরা দেখি শ্রাবণের শরীর থেকে সদ্য কেটে আনা মাংস আর তা থেকে চুইয়ে পড়া রক্তপাত। মিক্সির আদুরে বোলের সঙ্গে সিংকোনাইজড হয়ে যা রচনা করেছে অমৃতসন্ধ্যা। করোটি বরাবর বেজে ওঠা ওইসব মুদ্রা খুব সহজেই উত্তেজিত করে বালিশের স্নায়ুকোষ। তার নানা জটিল উপসর্গ থেকে একটা রাত জন্ম নেয়। স্বপ্নশীৎকারের মৃদু গোঙানি উসকানি দিতে থাকে ধমনির গা ঘেঁষে বসে থাকা সেই সেফটিপিনটিকে। আনলিমিটেড খামখেয়ালিপনায় কবি এখানে সেইসব প্রোভোকেশনগুলো ক্রমাগত ম্যারিনেট করে চলেছেন ‘রাতের রেসিপি’তে।” বইটি সম্পর্কে এর বেশি আর কিছু না বললেও চলে। প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গে, কলকাতার আলোপৃথিবী প্রকাশন। প্রচ্ছদ : অরি।
মনের কথা
আবু তাহের খোকন
এটা তার প্রথম কাব্যগ্রন্থ। এ সম্পর্কে কবি নিজেই অকপটে লিখেছেন, ‘মনের কথা’ আমার একান্ত নিজস্ব ভাষাভঙ্গিতে ভালোলাগা, ভালোবাসা, রাগ-ক্ষোভ-দুঃখ-অভিমান, প্রতিরোধ-প্রতিবাদের প্রকাশ। এর কোনো একটা লেখার একটা লাইনও যদি কারও ভালো লাগে, একজন পাঠকেরও মনের কথার সঙ্গে মিলে যায়- সেটুকুই আমার পাওয়া। পাঠকের প্রতি কবির এই পরিপূর্ণ সমর্পণ প্রশংসনীয়। বইটির উৎসর্গপত্রও ব্যতিক্রমী। সেখানে লেখা হয়েছে- ‘সেই মানুষগুলোকে, যারা সব সময় পেছন থেকে টেনে ধরে আমার সামনে চলার পথ বাধাগ্রস্ত করতে চেয়েছেন’। কী কঠিন অভিমান! কবিতায় লিখেছেন, ‘এমন একটা দেশের কথা ভাবি। আগামী প্রজন্মের মাথা তুলে, বুক ফুলিয়ে চলার বাংলাদেশ।’ লিখেছেন, ‘ভালো থেকো তুমিও, এভাবেই। জীবনের সব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে’ কিংবা ‘কবরে প্রাসাদ পাবে, পালঙ্কে ঘুমাবে- তেমন কিছু তুমি করে যাচ্ছ কি?’
এমন অনেক মনোহর, বুকের ভেতর প্রত্যাশা, প্রেম ও প্রতিবাদের অনুভূতি জাগানো পঙ্ক্তি ছড়িয়ে আছে বইটির বিভিন্ন কবিতায়। আগস্ট ২০২৫-এ, বইটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশন। প্রচ্ছদ : তাসনীম তাহের মীম।