১. এই হৃদয় নিয়ে আমার অহংকারের দিন শেষ
যেদিন অপরের হাতে তাকে তুলে দিতে হলো!
২. কত মুক্ত আর স্বাধীন ছিলাম, মনে পড়ে;
কিন্তু আজ তোমার সাথে দেখা হওয়ার পর
কারাগার নির্ধারিত হয়ে গেল!
৩. শাশ্বতী, তুমি যেখানেই পা রাখো
তার নিচ দিয়ে জলপ্রপাত নামে
কত প্রেমিক সেই স্রোতে ভেসে গেল
ইতিহাস তাদের নাম জানে না!
৪. তুমি কি দেখেছ,
ফুল ঝরে যাওয়ার আগে কেমন করে হাসে
মানুষ কোনো দিন তাকে ভালো করে দেখল না!
৫. শাশ্বতী, মানুষ কী করে বেঁচে থাকে জানি না
প্রতি মুহূর্তে তার হৃদয়ে মৃত্যুর ঘণ্টা বাজে!
৬. এই যে সুগন্ধি আসে দূর দেশ থেকে
গন্তব্যে পৌঁছার আগেই কেমন করে মিলিয়ে যায়!
৭. বাগানে বসে বসে সারা রাত কাটিয়ে দিলাম
দেখি, কেমন করে কুসুমকলি পাপড়ি মেলে!
৮. সমস্ত বন্ধন থেকে মুক্তির জন্য
শপথ করলাম
শাশ্বতী, আমি নিশ্চিত
এই হৃদয়ই শপথ ভঙ্গের জন্য দায়ী হবে একদিন!