দেখুন যা ভালো হয়, যেভাবেই ফুটে থাকে ফুল
গোপন আনন্দে একা মজে থাকে রসিক নাগর
খুপরির মতো দেখি ছনে বোনা ঘর
ওড়ে ফুল, ঘ্রাণ ছাড়ে কুমারের কূল।
এই যে কুমার চলে, আগে তার হুন্দা বেড়ে ওঠে
আজ সে কালের সাক্ষী, নিয়তির রেখা মুছে যায়
হুন্দা আজ মরে গেছে, নরসুন্দা সুদূরে শুকায়
নদীবক্ষে আজ সাদা ধানফুল ফোটে।
যেখানে প্রবাহ ধীর, সেখানে মাঝির হাতে জাল
নির্বাসিত শুষ্ক মাটি বুক তুলে দাঁড়িয়ে সটান
দোতারা বাজিয়ে গায় বিচ্ছেদের গান
তারাজ্বলা রাতে ডাকে চতুর শেয়াল।
সে-ই ভালো যা চেয়েছে অপার প্রকৃতি
আমি শুধু গেয়ে যাই মুগ্ধতার মৃদু সুরস্মৃতি।