একটা গল্প আছড়ে পড়ে নদীতীরে-ভাটিয়ালি আস্তিনে
বাতাস হুমড়ি খায় বিধবাবৃক্ষরে বাতায়নে
আকাশটা নামতে নামতে মেঘের পিরিতি পিরানে ঝুলে থাকে কাল-ধুকড়ের নখে-
নিমতলার মাটিতে গোষ্ঠীবদ্ধ গালির গাউন নৃত্য করে পরিত্যক্ত পানশালায়-
আমার দূর্বাদুঃখের দিনাজপুর কাঁদে না কখনো রাতের জোনাকিবনে
পুনর্ভবার সংসারে শনি কেটে গেলে আবার কোনো কাঞ্চনে নতুন গল্পগাঁথায় শবল পালের নৌকো ভিড়বে মানুষের মুখে!