ভারতের পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় তিন কোটির টাকার ২০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে নদিয়া জেলার হোরান্দিপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২তম ব্যাটালিয়ন সদস্যরা।
রবিবার বিএসএফের এক বিবৃতিতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে মুসলিসপাড়া গ্রামে এক ব্যক্তির হোরান্দিপুর এলাকা দিয়ে স্বর্ণ পাচারের খবর পেয়ে সীমান্তে টহল জোরদার করেন বিএসএফ। ওই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের পর তল্লাশি করেন তারা। পরে তাকে তল্লাশি করে একটি প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৩৩ গ্রামের চেয়ে বেশি। যার বাজার মূল্য প্রায় তিন কোটি। জব্দকৃত স্বর্ণের বার এবং আটক পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কামাল