জেগে থাকা আকাশে আলো মেখে ঘুমায় পুরুষরোদ
আমি বেতাল আকাশ দেখি- পানারোদ পকেটে নিয়ে;
অথচ এমন কথা ছিল না; আকাশে আলো ছিল না বলে
খুনবাতাস নেমে পড়ে ডুবজলে, আমার আর
ছবি তোলা হয় না;
গলা অবধি জনরোদ জলে ডুবে সত্য হয়- নরজলবাদ।
আকাশ দেখাবে বলে সেই যে শেখালে রাষ্ট্রকষ- আকাশবাদ;
তারপর থেকে আমি মিশিয়েই চলছি
জলরোদ-রোদঘুম অপেক্ষা;
অথচ তুমি বলেছিলে আমাকে শেখাবে জাদুপরাবাস্তববাদ।