কবিতাকে বলি- কেন যে অযথা জাগিয়ে ওঠাও
অনুভূতিকে আবার-
আবেগ চঞ্চল মন আমার, তোমার পরশ উদ্দীপ্ততায়
পুড়ে যায় পুলক
অপ্রয়োজন অকারণ সাধনায়, বিহ্বল হয়ে পড়ি
রসবর্ণিল শব্দমালার পেলবতায়
জাগতিক সংসার ছেড়ে দিগন্তের মানবিক পথে-
জানি না কত যে উদাসীন প্রজাপতি এভাবে তোমার
এই পথ অনুসরণে আলোক সঞ্চারণে
নির্লিপ্ততায় ক্ষয়ে যায় ধবলমন
এই করুণডাঙ্গায় অনর্থক কাব্যিকতার মোহনীয়তায়
যুগে যুগে মানবিক
অসংগতির মঙ্গার আগুনে হৃদয় পুড়িয়ে
নিজেকে করেছে অহেতুক নিঃশেষ।
তাই কবিতাকে বলি-তুমি আর এসো না এমন করে
কাব্যিক চেতনায়
এই মানবিক আকালের যুগ যন্ত্রণায় হৃদয় পোড়াতে অসময়ে