কুয়ালালামপুর মহানগর ও বিএনপি মালয়েশিয়া ও তার অঙ্গসংগঠনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কুয়ালালামপুরের চৌকিটের গাওয়ালা ফুড রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়ালালামপুর মহানগর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক রাফি নূর আফসারের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা দাতো শ্রী শহীদুল্লাহ শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতো মোঃ আরিফুল আরিফ মিল্লাত। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কুয়ালালামপুর মহানগর বিএনপি সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান সুমন, প্রচার সম্পাদক ইকবাল মিয়া,মহিলা বিষয়ক সম্পাদিকা লাভলী আক্তার, চৌকিট শাখা বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সুমন, সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেনসহ মালয়েশিয়া বিভিন্ন প্রদেশের ৪৫টি শাখা কমিটির বিএনপির নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এএ