জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কুইন্স প্যালেসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি চলচ্চিত্র অভিনেতা হেলাল খান।
জাসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রহমান সায়েমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ আবু নাছের, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা সিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জনাব যুবায়েরসহ বিভিন্ন অঙ্গরাজ্যের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আশিক