মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন নানা আয়োজন করে।
স্থানীয় সময় সকাল ৯ টায় হাইকমিশন চত্বরে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন হাইকমিশনার মো. শামীম আহসান।হাইকমিশনের হলরুমে ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রেহেনা পারভীনের সঞ্চালনায় আলোচনা সভায় মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন হাইকমিশনার মো. শামীম আহসান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন হাইকমিশনার মো. শামীম আহসান। এ ছাড়া স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ এবং সামাজিক, সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসের মূল অনুষ্ঠানের শুরুতে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। বানী পাঠ করেন যথাক্রমে কাউন্সিলর মোরশেদ আলম ও কাউন্সিলর (বাণিজ্যিক) প্রনব কুমার ঘোষ ।
অপরদিকে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে বিকেলে কুয়ালালামপুর এন্ড সেলংগর চায়নিজ অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান। কুয়ালালামপুর এন্ড সেলংগর চায়নিজ অ্যাসেম্বলি হলে আয়োজিত এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উচ্চপর্যায়ের আলোচনা, প্যানেল আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী এবং ১৩টি দেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/মুসা