প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনা জাগ্রত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অস্ট্রেলিয়া মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ মিনিটে সিডনির আশফিল্ড পার্কে অবস্থিত শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, একুশে একাডেমির সাবেক সদস্য এবং অস্ট্রেলিয়ায় শহীদ মিনার নির্মাণের অন্যতম উদ্যোক্তা নির্মল পাল, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ. এফ. এম. তাওহীদুল ইসলাম, অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী।
অনুষ্ঠান শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পর্যন্ত সকল বীর শহীদ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় তাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক হাফেজ জাহিদুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুগ্ম সম্পাদক পদমর্যাদার অমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আসওয়াদুল হক বাবু, সদস্য হাসনা হেনা, আজিজুন নাহার মালা, এবং অস্ট্রেলিয়া যুবদল প্রস্তাবিত কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফারুক, স্বেচ্ছাসেবক দলের অনুমোদিত কমিটির সভাপতি মসিউর রহমান তুহিন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান ও বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল