মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ের দুই দফা মেনে নেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। গতকাল এক বিজ্ঞপ্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আবদুর রহিম এ দাবি জানিয়ে বলেন, দুই মাস ধরে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের দাবিকে সরকার কর্ণপাত করছে না। সমস্যা সমাধানে ইতোমধ্যে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য আজ রবিবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
তিনি জানান, দাবি আদায়ে আগামী ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আবারও গোলটেবিল বৈঠক কর্মসূচি পালন করা হবে। ১৯ তারিখের মধ্যে দাবি না মানলে ২০ অক্টোবর আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করব। তিনি বলেন, এ আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থে নয়; এটি গৃহহীন, বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই।