জুলাই সনদকে আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, জনগণ চায় গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া হোক। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে হবে। গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে আরও বত্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত হোসাইন, শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. অবদুল জলিল, অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবদুল করিম প্রমুখ।
সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে একটি গণমিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকের সামনে গিয়ে শেষ হয়।