শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর। গতকাল রাতে সংবাদ সম্মেলন করে তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তবে নির্বাচনের ঘোষিত তারিখ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। তারিখ ঘোষণার পরই উপাচার্যের কার্যালয়ের বাইরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবন-১ এ তালা দিয়েছেন। এর আগে গতকাল সন্ধ্যায় শাকসু নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় হঠাৎ ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, ভিসি ও প্রোভিসি প্রতিশ্রুতি দিয়েছিলেন-নির্বাচন হবে ৯ বা ১০ তারিখ। কিন্তু ছাত্রদলের সঙ্গে মিটিং করে শীতকালীন ছুটির মধ্যে তারিখ ঘোষণা করেছে প্রশাসন। তারা একটি পক্ষকে খুশি করে শাকসু নির্বাচন বানচালের আয়োজন করছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ১০ তারিখের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ততক্ষণ আমরা ভিসি, প্রোভিসিকে অবরুদ্ধ করে রাখব।
তবে নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে উপাচার্য বলেন, আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলে ১৭ ডিসেম্বর তারিখ ঘোষণা করেছি। সবদিক বিবেচনা করে ১৭ ডিসেম্বর আমাদের জন্য উপযুক্ত সময়। আমরা আশা করছি, সবাই শাকসু আয়োজনে সহযোগিতা করবে।