বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষ জীবন এবং রক্ত দিয়ে হলেও একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায় করবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। নির্বাচনের জন্য আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। তিনি গতকাল খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়ন পরিষদ মাঠে ভোটার সমাবেশে এসব কথা বলেন।
অপরদিকে ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন হিন্দু কমিটির উদ্যোগে হিন্দু সমাবেশে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদার অধিকারী। ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে নাগরিক অধিকার বিনষ্টকারীরাই মূলত রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, ‘আমরা একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সংগ্রাম করছি। যেখানে সবার জানমাল, ইজ্জত, উপাসনালয় সবকিছুর নিরাপত্তার গ্যারান্টি দিতে পারব।’