বরিশালের বাবুগঞ্জে মাদক বিরোধী অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছেন। গতকাল বাবুগঞ্জ থানায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই গোলাম আজম বাদী হয়ে মামলা করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগার হাট এলাকায় মাদক বিরোধী অভিযানে যায় ডিবির একটি দল। এ সময় মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমন করে। এতে ডিবি পুলিশের কনষ্টেবল ইমরানসহ তিনজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। তারা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম বলেন, ‘এ মামলায় একজনের নামসহ অজ্ঞাত সাত জনকে আসামী করা হয়েছে। মামলায় হামলা ও হত্যার উদ্দেশ্যে জখম করার অভিযোগ আনা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’