ঈদুল ফিতরের আগে নগদ টাকার চাহিদা মেটাতে ছয়টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে অতিরিক্ত ৫ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি স্কিমের অধীনে আর্থিকভাবে স্থিতিশীল ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক এ স্কিমের অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে।
২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক নয়টি ব্যাংককে ২৯ হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোশ্যাল ইসলামী ব্যাংক ৫ হাজার ৫০০ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৬ হাজার ৫০০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৫ হাজার ০০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ২ হাজার ০০০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ২ হাজার ০০০ কোটি, এক্সিম ব্যাংক ৮ হাজার ৫০০ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক ২০০ কোটি, আইসিবি ইসলামী ব্যাংক ১০০ কোটি টাকা, এবি ব্যাংক ২০০ কোটি টাকা পেয়েছে।