বাংলাদেশ জনসেবা পার্টির (বাজপা) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে। গতকাল রাজধানীর ডেমরায় পশ্চিম সানারপাড় বিইউপি ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ সময় বাজপা চেয়ারম্যান ড. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ১৭ বছর ভোটের অধিকার বঞ্চিত দেশবাসী উৎসবমুখর পরিবেশ ও অংশগ্রহণমূলক আগামী জাতীয় নির্বাচন দেখতে চায়। এ সময় আরও বক্তব্য দেন অধ্যক্ষ গোলাম কুদ্দুছ খান, অধ্যক্ষ খোরশেদ আলম সবুজ, জামিল আহমেদ, সৈয়দ রুনু, শফিকুল ইসলাম চুন্নু, দীপঙ্কর সুতার রণজিত রনি, আসিমুল ইসলাম ভূঁইয়া, হেদায়েত উল্লাহ, ইসমাইল হোসেন আনন্দ প্রমুখ। বাজপা চেয়ারম্যান বলেন, আওয়ামী ফ্যাসিবাদীদের তৈরি জনস্বার্থবিরোধী সব নীতিমালা বাতিল করে মানব কল্যাণের পক্ষে আইন তৈরি করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।
বয়স্ক ভাতা বৃদ্ধিকরণ, নিবন্ধিত ও অনিবন্ধিত সব দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, দল নিবন্ধনের সহজ আইন প্রণয়ন, সড়ক সংস্কার, ভিসা ঋণ প্রচলন, সাশ্রয়ী মূল্যে গ্যাস-বিদ্যুৎ সেবা নিশ্চিত করণসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আমদানি-রপ্তানি ও উৎপাদনের ক্ষেত্রে অনিয়ম জটিলতা নিরসন অতীব জরুরি।