ঘুষবাণিজ্য ও বাদীকে মারধরের অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে ডিসি মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত চিঠিতে আগামী ১৬ মার্চ শিবলী কায়সারকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়। রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১৩ নভেম্বর রংপুরের হারাগাছের ব্যবসায়ী লিপি খান ভরসার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ ও অমিত বণিকের সঙ্গে ঘুষ দাবির কথোপকথনের কয়েকটি অডিও জমা দেন লিপি খান।