তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম বলেছেন, আসন্ন বিজিএমইএ নির্বাচনে জয়ী হলে পরিকল্পিতভাবে গার্মেন্টসশিল্পকে এগিয়ে নিয়ে যাবে সম্মিলিত পরিষদ। এ জন্য পোশাক কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের প্রয়োজন। সবার একই সমস্যা। এসব সমস্যা নিয়ে কাজ করা হবে। গতকাল রাজধানীর আর্মি গলফ ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, রেদওয়ান আহমেদ, কাজী মনিরুজ্জামান, ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।
সম্মিলিত পরিষদের প্যানেল লিডার বা দলনেতা চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, তৈরি পোশাক খাতের রপ্তানি আগামী ৫ বছরের মধ্যে ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া হবে। রপ্তানি বৃদ্ধির সঙ্গে তৈরি পোশাক খাতে নতুন করে ৩৯ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এজন্য আমরা সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ, ব্যাংকের কম ইন্টারেস্ট, কাস্টমসের সমস্যা সমাধান চাই।
গত শনিবার বিজিএমইএ নির্বাচনি বোর্ড জানিয়েছে, তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।