বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান-এর মমতাময়ী মা উম্মে কুলসুম-এর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে দোয়া-মোনাজাত করা হয়েছে। গতকাল নগরীর নতুন বাজার খান জাহানীয়া জামে মসজিদে ওই দোয়া-মোনাজাত করা হয়। আয়োজন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পশ্রমিক ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য সুভাষ চন্দ্র সরকার মিন্টু। দোয়া-মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে তবারক বিতরণ করা হয়।
মিন্টু বলেন, আমি জেনেছি সুগৃহিণী উম্মে কুলসুম ব্যক্তিজীবনে ধর্মপরায়ণ ও পরোপকারী মানুষ ছিলেন। অসহায় ও গরিবদের সহায়তা করতেন। তাই তার মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাতের আয়োজন করেছি। সামর্থ্য অনুযায়ী তবারক দিয়েছি।