বিসিআইসি জাতীয়তাবাদী কর্মচারী দলের কার্যকরী কমিটির নির্বাচনে আলমগীর হোসাইন সভাপতি ও মোখলেছুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ৪০ জন মনোনয়ন ফরম কেনেন। দুটি কেন্দ্রে (ঢাকা ও চট্টগ্রাম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০১ জন ভোটারের মধ্যে ২০০ জন ভোটার উপস্থিত ছিলেন। বিজয়ীরা শ্রমিকদের বিভিন্ন সমস্যাবলি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ভোটাররা। বিজ্ঞপ্তি