খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী। জানা যায়, সোমবার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের ভগীরথ সরদারের স্কুল পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার সুভাষ বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাসের সঙ্গে আনুষ্ঠানিক বাল্যবিয়ের আয়োজন করেন।
খবর পেয়ে ইউএনও মাহেরা নাজনীনের নির্দেশে আনসার ও ভিডিপি সদস্যরা ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন দেখতে পায়।
তাৎক্ষণিক বিয়ে বন্ধ করা হয় এবং ‘প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না’ মর্মে মেয়ের পিতার নিকট থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বাল্যবিয়ে বন্ধে মেয়েটির বাবার কাছ থেকে লিখিত মুচলেকা ও একই সঙ্গে এলাকায় সচেতনতা তৈরিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।