জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদদের পরকালীন মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন সংগঠনটির নেতারা। পরে জাহিদ আহসান সাংবাদিকদের বলেন, আমরা মোহাম্মদপুর রায়েরবাজার জুলাই-আগস্টে শহীদ পরিবার ও যাদের পরিবার তাদের লাশ খুঁজে পায়নি, এমন ব্যক্তিদের কবর জিয়ারত করেছি। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্ররাজনীতিতে একটি শূন্যতা তৈরি হয়েছে। ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসগুলোয় ট্যাগিং কালচার, মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরো ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রাখার প্রচেষ্টা আমরা দেখেছি। একটি সুস্থ ধারা প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক ছাত্রসংসদ যাত্রা শুরু করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের ও সদস্য সচিব মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম প্রমুখ।