তাবলিগ ইস্যুতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলা চালানো হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, কলেজের আবাসিক শিক্ষার্থীসহ স্টাফদের। গতকাল জুমার জামাত শুরুর আগেই ডিগ্রি শাখা ক্যাম্পাসে অবস্থিত মসজিদের ভিতর স্থানীয় কিশোর ও যুবকরা কলেজের অধ্যক্ষের ওপর হামলা করে। পরে পার্শ্ববর্তী নজরুল হলের শিক্ষার্থীরা তার পাশে দাঁড়াতে এলে তাদের ওপরও হামলা চালান স্থানীয়রা। কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, হামলায় অধ্যক্ষসহ শিক্ষকরা আহত হয়েছেন। আমাদের এখন অবরুদ্ধ করে রাখা হয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, উত্তেজনাকর পরিস্থিতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
এর আগে ১৩ জানুয়ারি কলেজের ডিগ্রি শাখার মসজিদে তাবলিগের বিবদমান দুই পক্ষ মাওলানা সাদ ও জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জেরে ২০ জানুয়ারি তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। বিষয়টি নিয়ে ২১ জানুয়ারি অধ্যক্ষকে অবরুদ্ধ করা হয়। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইমাম মো. মারুফ বিল্লাহকে অব্যাহতি দেয় কলেজ প্রশাসন।
ইমামকে চাকরিচ্যুত করার পর থেকেই কলেজ মসজিদে বিশৃঙ্খলা দেখা দেয়। গত শুক্রবারও কলেজ মসজিদে হাতাহাতির ঘটনা ঘটে। ওইদিন নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পর নামাজ শুরু হয়।