পদোন্নতির যোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্রুত সুপারনিউমারারি পদোন্নতির দাবি জানানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পদোন্নতি দেওয়া না হলে প্রথম তিন দিন দুই ঘণ্টা পরে কর্মবিরতিতে যাবেন চিকিৎসকরা। এরপর লাগাতার কর্মবিরতিতে যাবেন তাঁরা। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এ কর্মসূচি ঘোষণা করে।