ভোলার চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় দেন।
আদালতের রায়ে বলা হয়, চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকার মো. ফারুক হোসেন তার মেয়ে খাদিজা আক্তার খুকিকে (২০) শাসন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছেন। শৈশবে খুকির মা তালাক নিয়ে অন্যত্র সংসার শুরু করেন। তখন খুকিকে দাদির কাছে রেখে ঢাকায় দারোয়ানের চাকরি নেন তার বাবা। অবহেলা ও অনাদরে বড় হওয়ায় খুকি ছোটখাটো চুরিসহ অন্যান্য খারাপ কাজে জড়িয়ে পড়েন। এতে খুকির বাবা লজ্জায় আত্মহত্যার কথাও ভেবেছিলেন।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর খুকিকে বরিশালে ফুফুর কাছে নিয়ে যাওয়ার পথে বাবা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। উত্তেজিত হয়ে ফারুক তার মেয়ের গলাটিপে ধরেন এবং গলায় গামছা পেঁচিয়ে মারধর করেন। এক পর্যায়ে খুকি মারা যান। পরে মরদেহ রাস্তার পাশে বিলের মাঝে ফেলে ফারুক পালিয়ে যান।
আদালতের রায়ে ফারুকের জবানবন্দির বরাত দিয়ে বলা হয়েছে, রাগ হয়ে মেয়েকে শাসন করার সময় অনিচ্ছাকৃতভাবে খুকি মারা গেছেন। অভিযুক্ত ফারুক তার দোষ স্বীকার করায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইতোমধ্যেই আসামি পাঁচ বছর জেলে থাকার কারণে তাকে আর দুই বছর জেল খাটতে হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল