টেকনাফে অস্ত্র-বুলেটসহ মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রোহিঙ্গাসহ ৬ জন কিশোরকেও উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে বিশেষ টহল দল রাজারছড়ার পাহাড়ে অভিযান চালায়। অভিযানে মানবপাচারকারী মো. রুবেলকে (২০) ৪টি দেশীয় অস্ত্র ও বুলেটসহ আটক করা হয়। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে যায়।
এ সময় উদ্ধার হওয়া ৬ রোহিঙ্গারা হলেন, টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার রাসেল (১৭), রামু খুনিয়াপালংয়ের শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া খুনিয়াপালংয়ের মো. ফয়সাল (১৭), উখিয়া জালিয়াপালং মো. এহসান (১৬), উখিয়া মনখালির নজিম উল্লাহ (১২) ও শহিদুল আমিন (১৫)।
ভুক্তভোগীরা জানায়, রাজমিস্ত্রীর কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে আটক করা হয় এবং মালয়েশিয়ায় পাঠানোর কথা বলা হয়েছিল। পরে বিজিবির অভিযান শেষে তারা উদ্ধার হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) জানান, গ্রেপ্তার মানবপাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিনি/ আশফাক