সুদানের রাজধানীতে মঙ্গলবার ভোরে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ড্রোন হামলা হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর সুদান কর্তৃপক্ষ প্রথমবারের মতো অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য বিমানবন্দরটি চালু করার একদিন আগেই হামলাটি হলো।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভোর ৪টা থেকে ৬টার মধ্যে খার্তুমের মধ্য ও দক্ষিণাঞ্চলে ড্রোনের শব্দ এবং বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘাত শুরুর পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে।
গত সোমবার সুদানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আগামী বুধবার থেকে বিমানবন্দরটি পুনরায় চালু করা হবে। প্রযুক্তিগত ও পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ধীরে-ধীরে অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় চালু হবে।
এ বছরের শুরুতে সেনাবাহিনী শহরটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে খার্তুম তুলনামূলকভাবে শান্ত থাকলেও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা দূর থেকে সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। সূত্র: আল-জাজিরা, এএফপি
বিডি প্রতিদিন/একেএ