চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর এসেছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চতুর্থ ও সর্বশেষ ধাপে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে।
আগের তিন ধাপে ভর্তি না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই ধাপের ফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।
আবেদন ও ভর্তি প্রক্রিয়া
বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ২৫–২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নিশ্চয়ন করতে হবে। এরপর নির্বাচিতদের কলেজে ভর্তি হতে হবে ২৮–২৯ সেপ্টেম্বরের মধ্যে।
শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd
-এ গিয়ে পূর্ণাঙ্গ নির্দেশিকা দেখে আবেদন করতে হবে। আবেদন করার সময় ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বেছে নিতে হবে।
কারা আবেদন করতে পারবে?
এই ধাপে আবেদন করতে পারবে—
যারা আগে কোনো ধাপে আবেদন করেনি, আবেদন করলেও কলেজ সিলেকশন পায়নি, চূড়ান্ত মনোনয়ন পেলেও সময়মতো ভর্তি বা নিশ্চয়ন করতে পারেনি।
সবশেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি স্পষ্ট করেছে, এই ধাপের পর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না।