প্রশিক্ষণের নামে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও তার কমিশনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, সচিব ও অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে নির্বাচন কমিশনের ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতিসাধনসহ অন্যান্য অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিস্তারিত অনুসন্ধান দল বলতে পারবে। এর বাইরেও অন্য কোনো অনিয়ম থাকলে তা অনুসন্ধান দল তা খুঁজে বের করবে। একাদশ জাতীয় সংসদে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে সাড়ে ৭ কোটি ক্ষতিসাধণের অভিযোগ আনা হয়েছে হুদা কমিশনের বিরুদ্ধে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন