সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম।
সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৩৭ লাখ এক হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজের নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
আকতারুল ইসলাম জানান, যেকোনো সময় আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে এসব অভিযোগে মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত