লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতের গভীরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একে একে আটটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রঞ্জিত কুমার সাহা জানান, ‘আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে একটানা কাজ করেছে। আগুনের ভয়াবহতা বেশ ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’
ঘটনার পর মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর (পূর্ব) উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের একটি প্রতিনিধি দল, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেন, ‘দলীয় যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশনায় আমরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তাদের পাশে আছি এবং যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত।’
বিডি প্রতিদিন/জামশেদ