ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতেই (পিআর) নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে খুনি, জালেম ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হতে হবে। গতকাল চুয়াডাঙ্গা টাউন হল মাঠে দলের আয়োজনে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর দেশে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগে দেশটাকে সুন্দরভাবে গঠন করতে না পারলে ইতিহাসে আমরা কলঙ্কিত হব। বিগত দিনে নিজের স্বার্থে, দলের স্বার্থে সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে। আগামীতে কেউ যাতে নিজ ও দলের স্বার্থে সংবিধান কাটাছেঁড়া করতে না পারে। সমাবেশ শেষে দলীয় প্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে মুফতি জহুরুল ইসলাম আজিজি এবং চুয়াডাঙ্গা-২ আসনে মুহাম্মদ হাসানুজ্জামান সজিবকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।